ঢাকা: দেশের দক্ষিণাঞ্চলে ফের বড়ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২৪ জুলাইয়ের পর থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
এসব তথ্য জানিয়ে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ‘বিরক্তিকর ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা!’ শীর্ষক শিরোনামে একটি পোস্ট করেছে।
সংগঠনটি এক সতর্কবার্তায় জানিয়েছে, উল্লিখিত সময়কালে দক্ষিণাঞ্চলে বৃষ্টিবলয়ের প্রভাব দৃশ্যমান হবে, যার ফলে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হতে পারে। চট্টগ্রাম বিভাগের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বরিশাল ও খুলনা বিভাগেও ভারী বর্ষণ হতে পারে। এতে এসব অঞ্চলের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিতে পারে, যা জনসাধারণের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলবে।
এ ছাড়াও, চট্টগ্রামের পার্বত্য এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকির কথাও বলা হয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে ওয়েদার অবজারভেশন টিম।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চক্রবৃদ্ধি বৃষ্টিপাতের হার বৃদ্ধি পাচ্ছে, যা দেশের দুর্যোগ ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
সতর্কতা
- ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ
- নিকটস্থ আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানের তথ্য জেনে রাখা
- খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখা
- স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা
সবার জন্য এই দুর্যোগপূর্ণ সময় নিরাপদ ও সচেতনতার মধ্য দিয়ে পার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।