Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ তালিকায় জবি ছাত্রলীগ কর্মীর নাম

জবি করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৪:১২ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৫:১৬

শহিদের তালিকা সম্বলিত একটি ব্যানারে জবির ছাত্রলীগ কর্মী আহসান হাবীব তামিমের নাম এসেছে।

ঢাকা: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শহিদের তালিকা সম্বলিত একটি ব্যানার স্থাপন করেছে। সেখানে শহিদ হিসেবে স্থান পেয়েছে এক ছাত্রলীগ কর্মী আহসান হাবীব তামিমের নাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ।

জানা যায়, তামিম ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের পক্ষে পোস্ট ও সংগ্রাম করে গেছেন।

তামিমের সহপাঠীরা জানান, “সহপাঠী হিসেবে আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত। পরিবারের প্রতি পূর্ণ সহমর্মিতা আছে। তবে নির্মম বাস্তবতা হচ্ছে সে ছাত্রলীগ করতো এবং শেষ মুহূর্ত পর্যন্ত দলটির পক্ষেই পোস্ট দিয়ে গেছে।”

বিজ্ঞাপন

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিহত তামিমের বাবা বলেন, “তামিম এই আন্দোলনের পক্ষেও ছিল না, সে ছাত্রলীগ করতো। গত ১৯ জুলাই (২০২৪) বিকেলে আমরা দুপুরের খাবার খাওয়ার পর বাসায় ঘুমিয়ে ছিলাম। আমি তার বন্ধুদের থেকে শুনেছি, সে বন্ধুদের সঙ্গে আন্দোলন দেখতে গিয়েছিল। ভয়াবহ পরিস্থিতি দেখে মিরপুরের শাহ আলী মার্কেটের পেছন দিয়ে ফেরার সময় গুলিবিদ্ধ হয় সে।”

ছাত্রলীগের নাম বিষয়ে বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “আমার জানা মতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ সাজিদ ভাই। আপনি যেহেতু নির্দিষ্ট করে একজনের নাম বললেন, বিষয়টি খোঁজ নিচ্ছি। যদি এমন কিছু হয়ে থাকে তবে সেটা আমাদের অনিচ্ছাকৃত ভুল।”

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই মিরপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান হাবীব তামিম।

সারাবাংলা/এসডব্লিউ

ছাত্রলীগ জবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শহিদ তালিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর