Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি দখলের রাজনীতি করে না: এবিএম মোশাররফ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ২২:৪০ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ২৩:৫৫

এবিএম মোশাররফ হোসেন

পটুয়াখালী: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি কখনো দখলের রাজনীতি করে না, মানুষের মন জয় করেই রাজনীতি করে। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ ভোটাধিকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে করেছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না। আমি কুয়াকাটায় পাঁচবার রাজনৈতিক সভায় অংশ নিতে এসে হামলা ও মামলার শিকার হয়েছি। তখন জনগণের কথা বলার সুযোগও পাইনি।’  তিনি নেতাকর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানান। একইসঙ্গে সতর্ক করে তিনি বলেন, ‘আমার নেতাকর্মীদের মাধ্যমে কোনো অন্যায় সংঘটিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২আগস্ট) বিকেলে পটুয়াখালীর মহিপুর থানার আলিপুর বিএফডিসি মার্কেটে লতাচাপলী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভা তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান হাওলাদারসহ  স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার। সভায় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটা পৌরসভা এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর