Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি গণহত্যায় ভারত সরকারের নীরবতা ‘লজ্জাজনক’: প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৫ ২৩:৫২ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ০০:২১

কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের গণহত্যা ইস্যুতে ভারত সরকারের নীরবতাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক ও এমপি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা চললেও ভারত সরকার কোনো পদক্ষেপ না নিয়ে পরোক্ষভাবে এই অপরাধকে প্রশ্রয় দিচ্ছে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘ইসরায়েলে এ পর্যন্ত ৬০ হাজার মানুষকে হত্যা করেছে, যার মধ্যে প্রায় ১৮ হাজার ৪৩০ জন শিশু। শত শত মানুষ অনাহারে মারা গেছে এবং আরও লক্ষাধিক মানুষকে অনাহারে থাকার হুমকি দেওয়া হচ্ছে। নীরবতা ও নিষ্ক্রিয়তার মাধ্যমে এই অপরাধকে সমর্থন করাও একটি অপরাধ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যখন ফিলিস্তিনের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ চলছে, তখন ভারত সরকারের নীরব থাকা অত্যন্ত লজ্জাজনক।’

এর আগেও ফিলিস্তিন ইস্যুতে প্রিয়াঙ্কা কঠোর অবস্থান নিয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে তিনি ভারতীয় পার্লামেন্টে ফিলিস্তিনের সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত তরমুজের চিত্র এবং ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে যান। সেই সময় বিজেপি তাকে ‘তুষ্টিকরণ রাজনীতি’র অভিযোগে কটাক্ষ করেছিল।

গত বছরের জুনে প্রিয়াঙ্কা গান্ধী গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ চালানোর জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেন এবং একে ‘বর্বরতা’ বলে আখ্যা দেন। একইসঙ্গে, জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে ভোটদান থেকে বিরত থাকার কারণে তিনি নরেন্দ্র মোদি সরকারেরও সমালোচনা করেছিলেন।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল কংগ্রেস গণহত্যা গাঁজা প্রিয়াঙ্কা গান্ধী ভারত

বিজ্ঞাপন

গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৭

৫ দলের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৬

আফতাব নগরে হিরো আলমের ওপর হামলা
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর