Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১২:৫৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৭:০৭

আটক বাংলাদেশি সদস্যরা।

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে নয়জনকে পুশইন করেছে ভারত।

বুধবার (১৩ আগস্ট) ভোররাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৩৮ নম্বর পিলারের নিকট দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় ৯৮ বিএসএফের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ সময় বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মাছিরবাড়ি নামক স্থান হতে তাদের আটক করে।

আটকরা হলেন- মৃত ইমান আলী বিশ্বাস এর পুত্র মো. মোশারফ হোসেন (৫০), মোশারফ হোসেনের পুত্র মো. রাব্বি (২৬), মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মো. সজিব আলী (১৬) ও মোশারফ হোসেনের স্ত্রী পারভিন বেগম (৪০), মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০) মোহাম্মদ রাব্বির স্ত্রী মোছা. বর্ষা (২২)ও রাব্বির শিশু সন্তান মোছা. জয়া (৩)।

বিজ্ঞাপন

এরা সকলেই বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসছিল। আটকদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটকরা পাটগ্রাম থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

পুশইন বাংলাদেশি আটক বিএসএফ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর