Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদা পাথর লুট: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১০:৩২ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৩:০৬

ঢাকা: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের দায়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নুরুন্নবী।

রিটে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারিরও আবেদন করা হয়েছে। এছাড়া সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করার জন্য বলা হয়।

গেল এক বছর ধরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে পাথর তুলে লুট করা হচ্ছে। দিনে-দুপুরে এসব পাথর লুট করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ বিভিন্ন মহলের।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর