Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১১:২৮ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৬:৫৭

রাহাত হোসেন রাব্বি।

ঢাকা: রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহতের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন জানান, রাব্বি স্ত্রী ও পরিবার নিয়ে মহাখালী হাজারীবাড়ী এলাকায় নিজেদের বাড়িতে থাকেন। গতরাতে বনানী ১১ নম্বর রোডে একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলেন তিনি। ভোরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ৬-৭ জন দুর্বৃত্ত রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। পরে রাব্বির বন্ধু ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কারা বা কেন তারা রাব্বিকে হত্যা করেছে তা জানাতে পারেননি দেলোয়ার।

বিজ্ঞাপন

লাশের সুরতহাল প্রতিবেদনে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন উল্লেখ করেন, নিহতের বাম পায়ের উরুতে ও ডান হাতের কনুইতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর হোল্ডিং এর বাড়ির ২য় তলা থেকে নামার সময় সিঁড়িতে ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর