Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরপেক্ষ নির্বাচন চায় জাতীয় পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৭:১৪ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৭:১৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

ঢাকা: ‎সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতীয় পার্টি বলে জানান দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে আগারগাওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

‎তিনি বলেন, ‘দ্বন্দ্বে ভরা ও রাজনৈতিক টালমাটাল একটি সময়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।’ একইসঙ্গে তারা দলের নেতৃত্ব এবং প্রতীক সংক্রান্ত চলমান বিতর্কে জিএম কাদেরের পক্ষেই আইনের সমর্থন আছে বলে দাবি করেছেন।

‎তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং সকল নিবন্ধিত দলের অভিভাবক। তাই নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার শপথ বজায় রেখে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হবে।’

বিজ্ঞাপন

‎এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এ নেতা জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে, তা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে তারা সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ মনে না করলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ওপর তাদের আস্থা আছে। এ ছাড়া নির্বাচন কমিশনকে সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে বলেও জানান তিনি।

‎কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবির বিষয়ে জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচন আইনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার কোনো শর্ত পূরণ হয়নি। নির্বাচনে সকল দলের অংশগ্রহণ প্রয়োজন এবং কাউকে অযোগ্য ঘোষণা করা হলে তা গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ক্ষতিকর।’

‎দলের অভ্যন্তরীণ সংকট প্রসঙ্গে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী জানান, তাদের গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই দলের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের ক্ষমতাও শুধু তারই আছে। সিভিল কোর্টের নির্দেশে জিএম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে সাময়িক নিষেধাজ্ঞা থাকলেও দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বহিষ্কার আদেশ এখনো কার্যকর আছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ অবৈধ। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আইনগতভাবে জিএম কাদেরের পক্ষেই লাঙল প্রতীক থাকবে।

‎সারাবাংলা/এনএল/এইচআই

জাপা নির্বাচন শামীম হায়দার পাটোয়ারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর