Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাগাছের পাতা খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ২৩:৩২

গাছের পাতা খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় কলাগাছের পাতা খাওয়ায় একটি ছাগলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একইসঙ্গে ছাগলের মালিক শিক্ষক আল মাহমুদ ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

এই ঘটনায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষক আল মাহমুদ।

অভিযোগ সূত্রে জানা যায়, সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের বাসিন্দা আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন (৪০) তাদের তিনটি ছাগলকে বাঙ্গালী নদীর চর এলাকায় ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। দুপুর ১২টার দিকে ছাগলগুলো নিয়ে বাড়ি ফেরার পথে গ্রামের আব্দুর রহমান বাটুর ছেলে সজিব হাসান (৩০)-এর বাড়ির পাশের কলাগাছের পাতা খায় একটি ছাগল। এতে ক্ষিপ্ত হয়ে সজিব ধারালো দা দিয়ে ওই ছাগলটিকে কুপিয়ে হত্যা করে।

বিজ্ঞাপন

শিক্ষক আল মাহমুদ জানান, সজিব দা হাতে তার স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে মেহজাবিন মানহাকে হত্যার উদ্দেশ্যে তাড়া করলে তারা ভয়ে পালিয়ে আসেন। এই ঘটনায় তার স্ত্রী ও শিশু কন্যা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। একইসঙ্গে তার পুরো পরিবার আতঙ্কে রয়েছেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

কুপিয়ে হত্যা ছাগল বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর