Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মিছিলের চেষ্টা: যুবলীগের ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৭:৪৩

আটক যুবলীগের ২ নেতা।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় যুবলীগ কর্মীদের মিছিলের চেষ্টার সময় দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আটকরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার কোর্টপাড়া এলকার মৃত ফজলুর হক ছেলে মাফিজুল হক সুজন (৪০) ও একই এলাকার শহিদুল ইসলাম ছেলে হারুন রশিদ (৩৯)। তারা কুষ্টিয়া শহর যুবলীগের সদস্য ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহর যুবলীগের কর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের উপর হামলা চালায়। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় যুবলীগ কর্মীদের দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং এই ঘটনায় আহত এক কর্মী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো

সম্পর্কিত খবর