Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মিছিলের চেষ্টা: যুবলীগের ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৭:৪৩

আটক যুবলীগের ২ নেতা।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় যুবলীগ কর্মীদের মিছিলের চেষ্টার সময় দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আটকরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার কোর্টপাড়া এলকার মৃত ফজলুর হক ছেলে মাফিজুল হক সুজন (৪০) ও একই এলাকার শহিদুল ইসলাম ছেলে হারুন রশিদ (৩৯)। তারা কুষ্টিয়া শহর যুবলীগের সদস্য ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহর যুবলীগের কর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের উপর হামলা চালায়। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় যুবলীগ কর্মীদের দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং এই ঘটনায় আহত এক কর্মী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ

২ নেতা আটক মিছিলের চেষ্টা যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর