জাতীয় দলের হয়ে অনেকদিন ধরেই মাঠে নামছেন না তিনি। সাকিব আল হাসান অবশ্য বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও দল পেলেন সাকিব। পরের মৌসুমে আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন তিনি।
নিজেদের ফেসবুক পেজে সাকিবের আগমনের বার্তা দিয়েছে আটালান্টা। সাকিবকে ‘ওয়াইল্ড কার্ড’ ক্যাটাগরিতে দলে নিয়েছেন তারা।
সাকিবকে দলে ভিড়িয়ে আটালান্টা বলছে, ‘বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে যোগ দিচ্ছেন, এজন্য আমরা উচ্ছ্বসিত।। ব্যাট ও বল- দুটোতেই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। সাকিব তার অনন্য অভিজ্ঞতা, দক্ষতা এবং তারকাখ্যাতি দিয়ে ফায়ারের লাইনআপকে সমৃদ্ধ করবেন। আটলান্টায় তার জাদু দেখার জন্য প্রস্তুত থাকুন!’
মাইনর লিগে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলার সুযোগ পেলেন সাকিব। এর আগে ২০২২ সালে বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেনকে দেখা গিয়েছিল এই টুর্নামেন্টে।
সাকিবের মতো নাসিরকেও দলে ভিড়িয়েছিল আটালান্টা। এই মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগার হয়ে খেলছেন সাকিব।
সিপিএল শেষ করে যুক্তরাষ্ট্রে গিয়ে আটলান্টা ফায়ারে যোগ দেবেন সাকিব। মাইনর লিগ ক্রিকেট মূলত মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) বাছাইপর্ব হিসেবে কাজ করে।
২০২৫ মাইনর লিগ মৌসুম চলবে ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত।