Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের শার্শা সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন

লোকাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ২১:১৭

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে একজন ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৫টার দিকে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে বাংলাদেশ সীমান্তে পাঠিয়ে দেয়।

পুশইন হওয়া ব্যক্তিরা হলেন— খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং ভারতের আসাম প্রদেশ গোয়ালপাড়া জেলার মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।

শার্শা থানা সূত্র জানায়, রাতে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির টহল দল সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রামের কাছে তিনজনকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে। তারা জানান, বিএসএফ জোর করে কাটা তার পার করে তাদের বাংলাদেশে পাঠিয়েছে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

আটক শাহিন শেখ জানান, তিনি ও তার ভাই দীর্ঘদিন ভারতের হরিয়ানায় শ্রমিকের কাজ করছিলেন। ৫ আগস্ট ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। কয়েকদিন বিএসএফ ক্যাম্পে আটকের পর শুক্রবার রাতে সীমান্ত পার করিয়ে দেওয়া হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ভারতীয় নাগরিককে তিনি আগে চিনতেন না।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, “সীমান্ত দিয়ে পুশইন হওয়া তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, শালকোনা সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা ঘটেছে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর