Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁতুলিয়া সীমান্তে ২ মানব পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ২৩:০৬

আটক দুই মানব পাচারকারী।

পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে দুই বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের চেষ্টা চলাকালে দেলোয়ার হোসেন (৩৫) ও ইয়াছিন আলী (২০) নামে দুই মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার শারিয়ালজোত সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।

আটক দেলোয়ার হোসেন তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের পরমানিকপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং ইয়াছিন আলী একই উপজেলার শারিয়ালজোত গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, শনিবার ভোরে শারিয়ালজোত বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৪৩৯ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দল চক্রটিকে চিহ্নিত করে ধাওয়া দেয়। এ সময় তারা ২ জন হিন্দু বাংলাদেশি নাগরিককে নিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। টহল দলের ধাওয়া খেয়ে দুই ভুক্তভোগী ভারতের ভেতরে ঢুকতে সক্ষম হলেও পাচারচক্রের দুই সদস্যকে ঘটনাস্থলেই আটক করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে আটকদের আইনি প্রক্রিয়ার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় মানবপাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই

আটক বিজিবি ভারত মানব পাচারকারী সীমান্ত