আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
৫ জুলাই ২০১৮ ১৬:৩৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি আবু আহমেদ জমাদারকে ফের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুলাই) আইনমন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য মো. আবু আহমেদ জমাদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় ট্রাইব্যুনালের আইন অনুযায়ী ওই পদটি শূন্য ঘোষণা করা হয়। ট্রাইব্যুনাল আইনের ৬(৪)-এর বিধান মতে বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ প্রদান করেছে।
বিচারপতি মো. আবু আহমেদ জমাদার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্ত হবেন।
এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সপ্তমবারের মতো পুনর্গঠন করা হলো। বর্তমান ট্রাইবুনালের চেয়ারম্যানের দায়িত্বে আছেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম। সদস্য হিসেবে আছেন বিচারপতি আমির হোসেন।
সারাবাংলা/এজেডকে/এমআই