Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১২:০৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৩:২৭

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ঢাকা: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২–এর বিধি ৫ অনুযায়ী ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে সরকার।

রোববার (১৭ আগস্ট) পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি সই করা এক পরিপত্রে এ ঘোষণা জারি করা হয়।

সোমবার (১৮ আগস্ট) সকালে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই ঘোষণার ফলে আগামী সেপ্টেম্বর থেকে সাভারে টানেল কিলন ও হাইব্রিড হফম্যান কিলন (HHK) ছাড়া অন্য সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও ইট উৎপাদন বন্ধ থাকবে। একইসঙ্গে উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সাভারে নতুনভাবে কোনো বায়ুদূষণ সৃষ্টিকারী শিল্প কারখানা স্থাপনের জন্য পরিবেশগত ছাড়পত্র দেওয়া হবে না। কর্মপরিকল্পনায় উল্লেখিত অন্যান্য দূষণ নিয়ন্ত্রণ বিধিনিষেধও কার্যকর হবে।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদফতরের সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় মানমাত্রার প্রায় তিনগুণ বেশি। এর ফলে স্থানীয় জনগণের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস ধরে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু সাভারের দূষণকে রাজধানী ঢাকায় নিয়ে আসে, যা ঘনবসতিপূর্ণ রাজধানীর বাসিন্দাদের জন্যও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আশা করছে, এ ঘোষণার ফলে সাভার ও ঢাকা উভয় অঞ্চলের বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পরিবর্তন আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।

সারাবাংলা/এফএন/ইআ

ডিগ্রেডেড এয়ারশেড পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সাভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর