Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওরিয়ন গ্রুপে ৫০ লাখ টাকা নিতে গিয়ে ধরা পুলিশের সাবেক ২ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ০০:৪৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ০৩:০০

ওরিয়ন গ্রুপে ৫০ লাখ টাকা নিতে গিয়ে ধরা পুলিশের সাবেক ২ কর্মকর্তা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ওরিয়ন গ্রুপে ৫০ লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়েছে সাবেক দুই পুলিশ কর্মকর্তা। পরে তাদের তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এসে গ্রেফতার করে।

রোববার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে তেজগাঁও ওরিয়ন গ্রুপের অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওরিয়ন গ্রুপের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

গ্রেফতার দু’জনের মধ্যে একজন শিল্প পুলিশ থেকে সাসপেন্ড উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম পাটোয়ারী (৪৯)। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণে। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে চাকরিচ্যুত হন। অন্যজন হলেন নিয়ামত আলী (৭০)। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপচেলার কাপুর পোড়া এলাকায়। তিনি ২০১২ সালে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে অবসরে যান।

বিজ্ঞাপন

ওরিয়ন গ্রুপের অ্যাডমিন অফিসার অবসরপ্রাপ্ত সার্জেন্ট হারুনুর রশিদ জানান, বিকেল ৪টার দিকে দু’জন লোক আমাদের অফিসে আসে। তারা এসে কোম্পানির মালিক কোথায় আছেন এবং তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায়। তখন দায়িত্বে থাকা অ্যাডমিন হারুন জানান, ‘স্যার বাইরে আছেন।’ এ সময় এসআই রেজাউল বলেন, ‘বেঁচে আছে তো।’ এই কথায় সন্দেহ হলে, ওরিয়ান গ্রুপের এভিপি অ্যাডমিন অফিসারের সঙ্গে কথা বলে তাদের ওপরে পাঠায়। উপরে যাওয়ার পর অভিযুক্তদের কথাবার্তা আরও সন্দেহ হয়।

এর পর ওই দুই ব্যক্তি এভিপি অ্যাডমিন ফরহাদ হোসেনের কাছে গিয়ে বলেন, ‘জালাল কোম্পানি ৫৫ লাখ টাকা পায় আপনাদের কাছে, সেটা আমাদের সঙ্গে নিগোসিয়েশন করেন। না হলে আপনাকে গ্রেফতার করে এখনই থানায় নিয়ে যাব।’ কোম্পানি থেকে তাদের পরিচয় জানতে চাওয়া হলে শিল্পাঞ্চল থানার পরিচয় দেয়। তখন ওরিয়ন গ্রুপের কর্মকর্তাদের সন্দেহ হলে ঘটনাটি শিল্পাঞ্চল থানায় জানায়। এর পর পুলিশ এসে জানতে পারে তারা, এই থানার কেউ না। তখন তাদের আটক করা হয়। পরে পুলিশ জানতে পারে এই দুইজনের একজন অবসরপ্রাপ্ত, অন্যজন খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে সাসপেন্ড অবস্থায় আছেন।

তারা নিজেদের পুলিশের এসপি ও ইন্সপেক্টর দাবি করে। একজন ইন্সপেক্টরের পোশাক পরে ছিলেন। এ ঘটনায় একটি গাড়ি (ঢাকা মেট্রো গ-১৬-১৯১৭), এক সেট পুলিশ ইউনিফর্ম, দু’টি মোবাইল সেট, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাগজপত্র জব্দ করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওরিয়ন গ্রুপে একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি মামলা করেছে কোম্পানিটি। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ কমিশনার মো. ইবনে মিজান সারাবাংলাকে বলেন, ‘ওরিয়ন গ্রুপ থেকে ফোন আসে দুই পুলিশ কর্মকর্তা গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করছে। এর পর ঊর্ধ্বতনদের বিষয়টি জানানো হয়। সেইসঙ্গে চেক করা হয় ওই নামের কোনো কর্মকর্তা ডিএমপিতে আছেন কি না। যখন এই নামের কাউকে পাওয়া যায় না, তখন নিশ্চিত হওয়া যায় তারা প্রতারণা করতেই সেখানে গেছেন। পরে থানা পুলিশ তাদের ধরে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

ওরিয়ন গ্রুপ ধরা পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর