Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় গণতান্ত্রিক ছাত্র সংসদ কর্মীর ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২৩:৩৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ০৯:১২

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ছাত্রদল কর্মীদের হামলায় গণতান্ত্রিক ছাত্র সংসদের কর্মী রেদোয়ান আফ্রিদী (২৩) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র হোস্টেলের পেছনে এ ঘটনা ঘটে।

আহত রেদোয়ানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণতান্ত্রিক ছাত্র সংসদ কুষ্টিয়া সরকারি কলেজ শাখার মুখ্য সংগঠক সুজন মাহমুদ বলেন, প্রায় এক মাস আগে কলেজের গ্যারেজে মোটরসাইকেল রাখা নিয়ে ছাত্রদল কর্মীদের সঙ্গে আফ্রিদির বাকবিতণ্ডা হয়। তারই জেরে আজ কলেজ ছাত্রদলের নেতা শিমুলের নেতৃত্বে আফ্রিদির ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষ‌য়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসী কার্যকলাপ ও মব সৃষ্টিতে বিশ্বাস করে না।

কুষ্টিয়া জেলারেল হাসপাতালের আবা‌সিক অফিসার (আরএমও) ‌ডা. হো‌সেন ইমাম ব‌লেন, রোগীর মাথায় ও বু‌কে আঘা‌ত করা হ‌য়ে‌ছে। রোগীর স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হো‌সেন ব‌লেন, বিষয়‌টি তদন্ত ক‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

সারাবাংলা/এসএস

কর্মী কুষ্টিয়া গণতান্ত্রিক ছাত্র সংসদ হামলা

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৬ অক্টোবর ২০২৫ ২৩:১৩

আরো

সম্পর্কিত খবর