Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ০০:৪৬

নড়াইল: নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-মির্জাপুর-খুলনা আঞ্চলিক সড়কের মুচিদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপু বিশ্বাস নড়াইলের গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র এবং গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে সিকিরহাট যাচ্ছিল অপু। এ সময় খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ণ বিশ্বাস নড়াইলের দিকে ফিরছিল। পথে মুচিদাহ কাকুর মোড়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য মোটরসাইকেল ও ভ্যানের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই অপুর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত মোটরসাইকেলচালক সাকিব (২০), নারায়ণ (২৮) এবং যাত্রী সুকদেব (৫০)-কে উন্নত চিকিৎসার জন্য খুলনা ও যশোরে পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও আরও দুই যাত্রীকে স্বজনরা খুলনা হাসপাতালে ভর্তি করেছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জামিল কবির বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

সারাবাংলা/এসএস

নিহত সংঘর্ষ স্কুলছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর