Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার রাতে ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী, চার সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৪:০২

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: চারদিনের সফরে আজ বুধবার (২০ আগস্ট) ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। রাত সাড়ে ১১টায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় আসায় কথা রয়েছে তার। সফরকালে পাকিস্তানের একটি ব্যবসায়ী ও বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। চারদিনের (২১-২৪ আগস্ট) এ সফরে বাংলাদেশ-পাকিস্তান দ্বি-পাক্ষিত বাণিজ্য বাড়াতে চারটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সফরকালে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবেন তিনি। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ ও ইস্পাত শিল্প-কারখানা পরিদর্শন করবেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর এ সফর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ১৫ বছরের অনেক বন্ধ দুয়ারগুলো খুলবে। এ সফরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য কীভাবে চাঙা করা যায়, সে বিষয়টি গুরুত্ব পাবে। সফরকালে বাণিজ্য, তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ চারটি মন্ত্রণালয়ের সঙ্গে আলাদা চারটি সমঝোতা স্মারক সই হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ দু-দেশের বাণিজ্য বাড়াতে সহায়তা করবে।

রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, বর্তমানে বাংলাদেশ-পাকিস্তান দ্বি-পাক্ষিক বাণিজ্য পাকিস্তানের অনুকূলে রয়েছে। গত অর্থবছরে বাংলাদেশ পাকিস্তানে ৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। একই সময়ে ৬২ কোটি ৪৪ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করেছে বাংলাদেশ।

মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সফরের প্রথম দিন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, শিল্প ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। একই দিনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও তার দল।

পরের দিন শুক্রবার যাবেন চট্টগ্রাম বন্দরে। পরিদর্শন শেষে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরপর তিনি চট্টগ্রামের বাংলাদেশ স্টিল রি-রোলিং মিল নামের ইস্পাত শিল্প-কারখানা পরিদর্শন করবেন। শনিবার যাবেন টাঙ্গাইলে স্কয়ার ফার্মাসিউটিক্যালের ফ্যাক্টরিতে।

শেষ দিন রোববার আবারও বসবেন বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব, পাট ও বস্ত্র সচিব, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংকসহ আরও কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে। একই দিনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন জাম কামাল খান। দেখা করবেন পররাষ্ট্র উদেষ্টার সঙ্গেও।

সারাবাংলা/আরএস

চারদিনের ঢাকা সফর পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর