বগুড়া: বগুড়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে নাশকতা মামলায় কৃষক লীগ ও ছাত্রলীগ সভাপতি দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে তিন খুনের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। তাদেরকে নিকটস্থ থানায় হস্তান্তর করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. ইকবাল বাহার ও র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) ফিরোজ আহমেদ এটিসি পৃথক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গাবতলী উপজেলার পাঁচকাতুলী মন্ডল মার্কেট এলাকা থেকে আপন দুই ভাই রামেশ্বরপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল করিম (৪৫) এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হককে (৩০) গ্রেফতার করা হয়। তারা পাঁচকাতুলী গ্রামের শাজাহান মণ্ডলের ছেলে। তাদেরকে বগুড়া সদর থানার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
পৃথক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শাজাহানপুরের সাবরুল ছোট মন্ডলপাড়া এলাকায় চাঞ্চল্যকর সাগর ও স্বপন হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি হযরত আলী (৪০) আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার (১৯ আগস্ট) শেরপুরের কৃষ্ণপুর ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হযরত আলী শাজাহানপুর উপজেলার দাড়িকামারি বয়ড়াদিঘী মহল্লার ইউনুস আলীর ছেলে।
এদিন আরেকটি অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রতন হাসানকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। তিনি মালতিনগর দক্ষিনপাড়ার আব্দুল হান্নানের ছেলে।