Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২৫ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ২১:৪৫

জাতীয় রাজস্ব বোর্ড। ফাইল ছবি

ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গেল ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায় বেড়েছে ৫ হাজার ৩৩৩ কোটি টাকা। আর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ শতাংশ। বুধবার (২০ আগস্ট) এনবিআর প্রকাশিত সর্বশেষ রাজস্ব আহরণের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, ২৫-এর জুলাইয়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে স্থানীয় পর্যায়ের মূসক থেকে। এ খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা। গত অর্থবছরের ২৪-এর জুলাই মাসে এই খাতে আদায়ের পরিমাণ ছিল ৮ হাজার ৫৭১ কোটি টাকা। ২০২৫ সালের জুলাই মাসে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩২ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞাপন

এনবিআরের তথ্যমতে, আয়কর ও ভ্রমণ কর খাতে চলতি অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা। যা গেল অর্থবছরের জুলাই মাসে আদায় করা ৫ হাজার ১৭৫ কোটি টাকার চেয়ে ১ হাজার ১২০ কোটি টাকা বেশি। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ২১ দশমিক ৬৫ শতাংশ।

এছাড়া, ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে আমদানি ও রফতানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। গত অর্থবছরের জুলাইয়ে এই খাতে আদায় ছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ১৭ দশমিক ৫২ শতাংশ।

এনবিআর জানায়, রাজস্ব আদায়ের এ ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার জন্য আয়কর, মূল্য সংযোজন কর এবং কাস্টমস শুল্ক-কর আদায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা আরও জোরদার করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড নানাবিধ কার্যকর উদ্যোগ নিয়েছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

জুলাই প্রবৃদ্ধি রাজস্ব