ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সাজা বাতিল এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে জেলা ও মহানগর কৃষক দলের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে নেতাকর্মীরা শহিদুল ইসলাম বাবুলের সাজা বাতিল এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মুহা. মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ভিপি শহদুল ইসলাম ও মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে মিথ্যা মামলায় শহিদুল ইসলাম বাবুলকে সাজা প্রদান করা হয়েছে। তারা অনতিবিলম্বে বাবুলের সাজা বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।