Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য বাড়াতে পারস্পরিক সহযোগিতায় আগ্রহী পাকিস্তান

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৮:৩২ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৯:৪৯

– (ছবি : সংগৃহীত)

ঢাকা: বাংলাদেশের সঙ্গে দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠককালে ঢাকায় সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এ আগ্রহের কথা জানান। বৈঠকে শিল্প উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী দুই দেশের শিল্পের উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের আগ্রহের কথা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। তিনি এ সময় বাংলাদেশে চিনিশিল্প, চামড়াশিল্প, সিমেন্ট, জাহাজ নির্মাণ ও কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পাকিস্তানের হালাল অথরিটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়। এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের চিনিশিল্পের উন্নয়নে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের যে সিদ্ধান্ত হয়েছে, তা বৈঠকে জানানো হয়।

বৈঠকে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান ও বিএসটিআই মহাপরিচালক এসএম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকায় পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার।

সারাবাংলা/আরএস

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর