ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেকমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ১৪ দলীয় নেতা ইনুকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইনু। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান তিনি।