Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শিক্ষকের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ২০:৪৪

শিক্ষক শ্যামল কান্তি দে

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় শিক্ষক শ্যামল কান্তি দে’র ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে গত এক বছর ধরে শিক্ষকরা অব্যাহতভাবে আক্রমণের শিকার হলেও সরকার ও প্রশাসন তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি। এর ফলে দেশের আপামর শিক্ষকরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এবং দক্ষিণের সভাপতি কানাই দাশ ও সাধারণ সম্পাদক শওকত আলী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাবার পথে পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে-কে অটোরিকশা থেকে নামিয়ে বেধড়ক মারধর করে একদল সন্ত্রাসী। এতে তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষকের দাবি, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে বিরোধের জেরে সন্ত্রাসীরা তার ওপর আক্রমণ চালিয়েছে।

গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিপিবি নেতারা বলেন, ‘শ্যামল কান্তি দে প্রধান শিক্ষকের দায়িত্বই শুধু পালন করছেন না, তিনি চট্টগ্রামের একজন সুপরিচিত শিক্ষক নেতা এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের সংগঠক। আমরা পুলিশসহ প্রশাসনের কাছে এ ঘটনায় যারা জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

শিক্ষকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, ‘গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী প্রেক্ষাপটে গত এক বছর ধরে আমরা দেশের বিভিন্নস্থানে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনা, হেনস্থা, মব সন্ত্রাসীদের আক্রমণ, পদত্যাগে বাধ্য করা, চাকরিচ্যুত করা, মানসিক নিপীড়নসহ বিভিন্ন অত্যাচার-নির্যাতনের ঘটনা প্রত্যক্ষ করছি। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের ওপর এসব নিপীড়নের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখতে পারেনি। বরং সরকার ও প্রশাসনের নীরবতার কারণে সন্ত্রাসীরা প্রশ্রয় পেয়েছে। এর ফলে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিয়ে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত নানা বিরোধের লক্ষ্যবস্তু বানিয়ে শিক্ষকদের হয়রানি অব্যাহত আছে।’

তারা আরও বলেন, ‘এর ফলশ্রুতিতে শ্যামল কান্তি দে’র মতো একজন শিক্ষক নেতাকে এভাবে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হতে হয়েছে। দেশের আপামর শিক্ষকরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা সরকারের কাছে অবিলম্বে শিক্ষকসহ দেশের সকল শ্রেণি-পেশার নাগরিকদের ওপর অন্যায় হামলা-নির্যাতন, হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।’

সারাবাংলা/আরডি/এইচআই

গ্রেফতার শিক্ষক সিপিবি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর