Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি সোনা লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ১৯:৪১

কলাপাড়ায় সোনার গহনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সোনার গহনা ব্যবসায়ী নিখিল কর্মকার (৫০) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২৫ ভরি সোনার গহনা ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৭-৮ জনের ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে। এসময় সোনার গহনা ব্যবসায়ী নিখিল কর্মকার (৫০) অজ্ঞান হয়ে পড়েন। পরে তার হাত-পা মশারি দিয়ে বেঁধে ফেলে ডাকাতরা। একই সঙ্গে তার স্ত্রী ও দুই সন্তানকেও মারধর করে।

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে একের পর এক ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএস

ডাকাতি ব্যবসায়ী ভরি সোনা লুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর