ঝালকাঠি: ঝালকাঠির সদর উপজেলার জুতিয়া গ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছাব্বির হোসেনের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় শিক্ষার্থীর মা-বাবাকে বেঁধে রেখে সশস্ত্র ডাকাতদল নগদ অর্থ, সোনা ও রূপার গহনা সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা দেলোয়ার হোসেন জানান, রাত আড়াইটার দিকে ডাকাতরা ঘরে ঢুকে প্রথমে তাকে ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে ফেলে। এরপর আলমারি ও বাক্সপত্র ভেঙে বহু বছরের সঞ্চিত সোনা, রূপা ও নগদ টাকা নিয়ে যায়।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমার জীবনের শেষ বয়সে এসে যা কিছু ছিল সব নিয়ে গেছে ডাকাতরা। মামলা করতে গেলেও নিচ্ছে না। তাহলে আমরা বিচার চাইব কোথায়?”
ডাকাতরা চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এতে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও থানায় মামলা নেওয়া হয়নি। এতে আতঙ্ক আরও বেড়েছে।
এ বিষয়ে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা নেওয়ার জন্য আমরা প্রস্তুত। ভুক্তভোগীরা এলে অভিযোগ গ্রহণ করা হবে।’