Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৫:৩৭

পুলিশের হেফাজতে গ্রেফতার হওয়া একজন আসামি।

নরসিংদী: নরসিংদীতে ব্যবসায়ী মোজাম্মেল মিয়াকে (২০) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

এর আগে, গত ২১ আগস্ট কুমিল্লার শাসনগাছা ও ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও তার সহযোগী রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেম এর ছেলে রাকিব মিয়া (২৫)।

গ্রেফতার রাকিব আদালতে দেওয়া জবানবন্দীতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, রায়পুরার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে ও নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়াটিয়া হত্যার স্বীকার মোজাম্মেল মিয়া (২০) নরসিংদী পৌরসভা মোড় সংলগ্ন সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের ব্যবসায়ী ছিলেন। আসামি কাউসার একই মার্কেটের আরেকটি কাপড়ের দোকানের কর্মচারী। গত ১৮ আগস্ট মার্কেটে দুপুরের খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির পানির ছিটা পড়ে। এ সময় তার মোবাইল নষ্ট হয়েছে বলে জরিমানা দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে মধ্যে তর্ক-বিতর্ক হয়।

এই জেরে গত বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল মিয়া বাড়ি থেকে বের হলে কথা আছে বলে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ীর সামনে নিয়ে যায় কাউছার। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহত মোজাম্মেলের বাবা চাঁন মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে পিবিআই এর একটি দল কুমিল্লা ও ঢাকার যাত্রাবাড়ি থেকে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

সারাবাংলা/এসডব্লিউ

গ্রেফতার ২ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর