Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে পরিত্যাক্ত কূপ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ২০:০৬

মনোয়ারা বেওয়া।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে পরিত্যক্ত কূপ থেকে মনোয়ারা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার দেউলাবাড়ি গ্রামের নিজ বাড়ির পাশের একটি কূপ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ধারণা করছে, বৃদ্ধ নারীকে হত্যা পর পরিত্যক্ত কুপের মধ্যে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোন গত ২৩ আগস্ট রাত থেকে বন্ধ পায় স্বজনরা। পরে ২৪ আগস্ট সকালে তকে কোথাও না পেয়ে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার (২৫ আগস্ট) বিকেলে বৃদ্ধার ছেলে বাড়ির পাশে একটি পরিত্যাক্ত কূপের মধ্যে তার মার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, নিহত ওই নারীর গত দুই দিন যাবৎ নিখোজ ছিল। আজ বিকেলে মরদেহটি একটি পরিত্যাক্ত কূপের মধ্যে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে

উদ্ধার পরিত্যাক্ত কূপ বৃদ্ধা মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর