Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমানা পুনর্নির্ধারণের দ্বিতীয় দিনে ৫১৩টি আবেদনের শুনানি সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ২২:১৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ২৩:২৩

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধাণের দ্বিতীয় দিন ৯ জেলার ২০টি আসনের ৫১৩টি আবেদনের শুনানি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৫ আগস্ট) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের জানান, দ্বিতীয় দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ৯ জেলার ৫১৩টি দাবি আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ইসির প্রকাশিত খসড়ার বিপক্ষে ২৭৫টি এবং পক্ষে ২৩৮টি আবেদনের শুনানি হয়েছে।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনে, ১০৬ সাতক্ষীরা-৩, ১০৭ সাতক্ষীরা-৪, ৮৭ যশোর-৩, ৯০ যশোর-৬, ৯৫ বাগেরহাট-১, ৯৬ বাগেরহাট-২, ৯৭ বাগেরহাট-৩, ১২৪ ঝালকাঠি-১, ১০৮ বরগুনা-১, ১০৯ বরগুনা-২, ১২৬ পিরোজপুর-১, ১২৭ পিরোজপুর-২, ১২৮ পিরোজপুর-৩, ২৮০ চট্টগ্রাম-৩, ২৮২ চট্টগ্রাম-৫, ২৮৫ চট্টগ্রাম-৮, ২৮৭ চট্টগ্রাম-১০, ২৯৮ খাগড়াছড়ি, ২৯৯ রাঙামাটি ও ৩০০ বান্দরবান আসনের সীমানা নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আবেদনকারীরা বাগেরহাটের ৪টি আসন বহাল রাখার দাবি জানিয়েছেন। এ ছাড়া বরগুনা ও পিরোজপুর জেলায় একটি করে সংসদীয় আসন বৃদ্ধি করার দাবি জানান এলাকাবাসী। অপরদিকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের আসন সংখ্যা বাড়িয়ে ৮টি করার দাবি জানান আবেদনকারীরা।

জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের ৩১৬টি দাবি-আপত্তির শুনানি হবে। ২৭ আগস্ট রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরে ১৮টি এবং সিলেট অঞ্চলের দুটি দাবি আপত্তির শুনানি হবে।

উল্লেখ্য, ইসির প্রথম দিনে ১৮ আসনের ৮১১টি আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। এ শুনানি চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এইচআই

ইসি শুনানি সীমানা পুনর্নির্ধাণ