Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা অঞ্চলের সীমানা পুনর্নির্ধারণের শুনানি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১১:৩০ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ১৪:০৮

ঢাকা: ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়।

‎এতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ দাবি-আপত্তিকারীরা অংশ নিয়েছেন। শুনানির সময়ে দাবি-আপত্তিকারী বা আবেদনকারীর কৌঁসুলী নির্ধারিত স্থানে দাঁড়িয়ে নিজেদের যুক্তি তর্ক তুলে ধরেন। শুনানিতে পক্ষে বিপক্ষে অনেক আবেদনই একই ধরনের হলে সেক্ষেত্রে তাদের পক্ষে একজন কথা বলতে পারেন।

‎দিনের প্রথমভাগে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩; মুন্সিগঞ্জ-১, ২ ও ৩; গাজীপুর-২ ও ৬; নরসিংদী-৩, ৪ ও ৫; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনগুলোর শুনানি চলছে।

বিজ্ঞাপন

‎আর দ্বিতীয়ভাগে দুপুর আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি হবে।

বুধবার (২৭ আগস্ট) রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরে ১৮টি এবং সিলেট অঞ্চলের দুটি দাবি আপত্তির শুনানি হবে।

উল্লেখ্য, গত রোববার ২৩ আগস্ট থেকে শুরু হয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি। যা চলবে বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত।

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।

‎এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়। বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। এ ছাড়া পরিবর্তন আনা হয় মোট ৩৯টি আসনে। সেই খসড়ার ওপর আসা দাবি-আপত্তির শুনানি করেছে কমিশন।

‎২৭ অগাস্ট পর্যন্ত শুনানি শেষে দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

‎সারাবাংলা/এনএল/ইআ

প্রধান নির্বাচন কমিশনা সীমানা পুনর্নির্ধাণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর