Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ২১:০৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ২২:৫২

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মো. সোলেমান

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশু মাহিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মো. সোলেমান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এ রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি সোলেমান আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে জেলহাজতে পাঠানো হয়। এসময় আসামি সোলেমান নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন।

দণ্ডপ্রাপ্ত সোলেমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে।

নিহত মাহিয়া (৬) মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরারডেইল গ্রামের মোহাম্মদ আতাউল্লাহর মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন টিটু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নৃশংস খুনিকে দণ্ডিত করার ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার সাহস পাবেন না। আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিতের রায় দিয়েছেন বিচারক।’

নিহতের বাবা আতাউল্লাহ জানান, ২০২২ সালের ৩০ নভেম্বর স্কুল থেকে ফেরার পর বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় মাহিয়া। পরে তাকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা করা হয়। মরদেহ পাওয়া যায় পেকুয়ার করিয়ারদিয়া এলাকায়। ওই বছরের ৩ ডিসেম্বর তিনি মহেশখালী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার শেষে আজ এ রায় কার্যকর করে আদালত।

সারাবাংলা/এসএস

কক্সবাজার ধর্ষণ মামলা মৃত্যুদণ্ড যুবক শিশু হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর