ঢাকা: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্পেন শাখার উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় মাদ্রিদের গ্রামবাংলা রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক শিপার আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদ আলীর সঞ্চালনায় প্রবাসী বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। এ ছাড়া বক্তব্য দেন স্পেন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মল হক মনু, মাহবুবুর রহমান ঝন্টু, সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাবেক সহ-সভাপতি হেমায়েত খান, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ সামছু, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, সাধারণ সম্পাদক কাজী জসীমসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিপ্লব খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
সভায় সদস্য সচিব আসাদ আলী বলেন, “বিএনপি আপামর জনগণের ভালোবাসা নিয়ে বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল উদার, আধুনিক মনস্ক ও গণতান্ত্রিক রাজনীতির প্রতীক। মিথ্যা প্রচারণা দিয়ে বিএনপির গণজোয়ার রোধ করা যাবে না। আগামীর নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্বে থাকবেন তারেক রহমান।”
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে কেন্দ্র করে প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।