Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ২২৫ কর পরিদর্শককে বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ২২:০০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ২২:০৮

জাতীয় রাজস্ব বোর্ড। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: এবার একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২৭ আগস্ট) কর প্রশাসন-২ শাখার দ্বিতীয় সচিব মো. আনিসুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর বিলুপ্তির আন্দোলনের পর প্রতিষ্ঠানটিতে একের পর এক বদলি ও বরখাস্তের ঘটনা ঘটছে। গেল ১৯ আগস্ট একসঙ্গে ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়। এর আগে, গেল ১৮ আগস্ট এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজস্ব আহরণ বাধাগ্রস্ত করায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

একই দিন ১৩১ সহকারী কর কমিশনারকে বিভিন্ন কর অঞ্চল থেকে আরেক কর অঞ্চলে বদলি করা হয়। একইসঙ্গে একই দিনে কাস্টমস বিভাগের আরও দুই অতিরিক্ত কমিশনারসহ চার কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

এদিকে গেল ১৩ আগস্ট কাস্টমসের ১০ কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়। একই দিনে আয়কর বিভাগের ১৯ কমিশনারকেও বদলি করা হয়েছিল। তার আগের দিন, ১২ আগস্ট এক প্রজ্ঞাপনের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার এক প্রজ্ঞাপনে ৭৩ উপ কর-কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়। একইদিন আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ এর ৮৭ জন সহকারী কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়।

যদিও তার আগে থেকেই বদলি ও বরখাস্তের ঘটনা ঘটছে। কর কর্মকর্তারা বলছেন, গত মে ও জুনে আন্দোলনের জেরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বদলি করা হয়েছে। অবশ্য গত জুলাই থেকেই বদলি শুরু হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

এনবিআর কর পরিদর্শক বদলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর