Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ হকি ২০২৫
আশা জাগিয়েও হার দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৫ ১৫:১০ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ১৫:১৩

মালয়েশিয়ার কাছে হেরেছে বাংলাদেশ

অনেকটাই আকস্মিকভাবেই এশিয়ান কাপ হকিতে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে অবিশ্বাস্য এক জয়ের স্বপ্নও জাগিয়ে তুলেছিলেন তারা। তবে শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ হকি দলকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।

২০২২ সালে এশিয়া কাপের সবশেষ দেখায় বাংলাদেশকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছিল মালয়েশিয়া।। এর আগের তিন ম্যাচেও তাদের কাছে হেরেছিল বাংলাদেশ।

আজ ভারতের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে গ্রুপ ‘বি’-এর খেলায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-মালয়েশিয়া।

এবার অবশ্য ম্যাচে লিড নিয়েছিল বাংলাদেশই। প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকার পর দ্বিতীয় কোয়ার্টারেই আশরাফুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

তবে মালয়েশিয়া ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবেই। একে একে বাংলাদেশের জালে চার গোল দিয়ে বড় জয় নিশ্চিত করে তারা।

আগামী ৩১ আগস্ট গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ হকি ২০২৫ বাংলাদেশ মালয়েশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর