ঢাকা: গাজায় ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সারাদেশের সাংবাদিকরা আজ একযোগে নীরব মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বিকেল ৪টা থেকে ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশালে সাংবাদিকরা আধাঘণ্টা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গাজায় নিহত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান এবং হত্যাকাণ্ড বন্ধের দাবি তোলেন।
সাংবাদিকদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল— ‘সাংবাদিকতা অপরাধ নয়,’ ‘সাংবাদিকরা লক্ষ্যবস্তু নন,’ ‘সাংবাদিক হত্যা বন্ধ করো,’ ‘সাংবাদিকতা জরুরি,’ এবং ‘গাজার সাংবাদিকদের সঙ্গে সংহতি।’
গত দুই বছরে গাজায় প্রায় ২০০ সাংবাদিক নিহত হয়েছেন। সামরিক অভিযানের সময় বারবার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার প্রতিবাদেই এ কর্মসূচি পালিত হয়।
ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত সহকর্মীদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। একই সময়ে দেশের প্রধান শহরগুলোতেও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি সাংবাদিকদের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গাজায় সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। সাংবাদিকরা সাধারণ নাগরিক, যারা সংঘাতপূর্ণ এলাকা থেকে তথ্য জানানোর পেশাগত দায়িত্ব পালন করেন। তাদেরকে কোনোভাবেই ঘটনার শিকারে পরিণত করা যাবে না।’
প্রতিবাদ কর্মসূচিতে ২৫ আগস্ট গাজার খান ইউনিসের এক হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত অন্তত পাঁচ সাংবাদিকের জন্য গভীর শোক প্রকাশ করা হয়। অংশগ্রহণকারীরা নীরবতা পালন করে নিহত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান।
বাংলাদেশের সাংবাদিক সমাজ আবারও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছে এবং সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত সাংবাদিকদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
কর্মসূচিতে সারাদেশের শত শত সাংবাদিক অংশ নেন।