Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ, রক্তাক্ত নুরুল হক নুর

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ২২:৩১ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ২৩:০৩

আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার পর সংঘর্ষে রক্তাক্ত হন নুরুল হক নুর। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

রক্তাক্ত নুরুল হক নুর। ছবি: সারাবাংলা

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে নুরুল হক নুরসহ অনেকেই আহত হন।

বিজ্ঞাপন

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ। ছবি: সারাবাংলা

গণঅধিকার পরিষদের কর্মীরা জানান, নুরের মাথা ফেটে গেছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে।

সেনাবাহিনী মোতায়েন। ছবি: সারাবাংলা

এ ছাড়াও গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আটজন নেতাকর্মী ও পুলিশ আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন- সাধারণ সম্পাদক রাশেদ খান (৩২), হাসান তারেক (২৮), ফারজানা কিবরিয়া (৩০), মইনুল ইসলাম (৩৫), মেহবুবা ইসলাম (৩০), ইন্সপেক্টর আনিছুর রহমান (৪২), আবু বক্কর (৩০) ও তারেক আজাদ (২৫)।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা চালিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কাকরাইল থেকে পুলিশ সদস্যসহ মোট আটজন আহত হয়ে হাসপাতালে আসে। জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিন, সন্ধ্যায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের নেতকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। জাপার নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন। আর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএসআর/এইচআই

জাতীয় পার্টি জাপা নুরুল হক নুর সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর