Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্ঞান ফিরেছে নুরের

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ০৯:৩৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১১:৪২

নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

শনিবার (৩০ আগস্ট) সকালে নুরুল হক নুরের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানানো হয়। সেখানে বলা হয়, শুক্রবার (২৯ আগস্ট) রাতে সশস্ত্র হামলার পর গুরুতর আহত অবস্থায় নুরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে তার কিছুটা হুঁশ ফিরেছে।

নুরুল হক নুরের ফেসবুক পোস্ট।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এখন তার কিছুটা জ্ঞান ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে নুরুল হক নুরসহ দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

গুপ্তচরদের কৌশলী জুতা!
১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩৭

আরো

সম্পর্কিত খবর