Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নুরের মাথা, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১১:৪০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৩:৫৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হক নুর। ছবি: সারাবাংলা

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথা, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথায় রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ এসব তথ্য জানান।

হাসপাতালটির ৪র্থ তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডা. মোস্তাক আহমেদ বলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরুল হককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এ সময় রক্তাক্ত ও তার নাকের ভেতর গজ ব্যান্ডেজ দেওয়া ছিল। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাতে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। সকালেও মাথার সিটিস্ক্যান করানো হয়েছে। তাতে দেখা গেছে তার মাথায় আঘাত রয়েছে। এছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে। মাথার ভেতর রক্তক্ষরণ হলেও তা অতিসামান্য। তার চোখ, মুখ ফুলা রয়েছে। চোখেও রক্তজমে আছে। তবে শরীরে আর কোথাও আঘাত দেখা যায়নি।

সকালে নিউরোসার্জারি বিভাগ, নাক-কান-গলা বিভাগ, চক্ষু বিভাগ, ক্যাজুয়েলেটি বিভাগের চিকিৎসকরাসহ মেডিকেল বোর্ডের চিকিৎসারা তাকে পর্যবেক্ষণ করেছে। তবে তার কোনো অপারেশন লাগবে না বলে মনে করছেন বোর্ড। এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাবে না।

মেডিকেল বোর্ড তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করার জন্য মিটিংয়ে বসার কথা রয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে

গণঅধিকার পরিষদ নুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর