গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন দলটির সদস্যরা।
শনিবার (৩০ আগস্ট) এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদ।
জামালপুর:
আজ দুপুরে শহরের বজ্রাপুর গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ ও ঘন্টব্যাপী সড়ক অবরোধ করা হয়।
গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক রুবেল মিয়া, বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার সুমন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ হৃদয়, ছাত্র অধিকার পরিষদ সদর উপজেলা শাখার আহবায়ক এহসান হাবিব রাহাত, ছাত্র অধিকার পরিষদ পৌর শাখার আহবায়ক শাকিল হাসান, ছাত্র অধিকার পরিষদ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার আহবায়ক মাহমুদুল হাসান বিবেগ প্রমুখ।
এ সময় গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা জাতীয় পার্টি নিষিদ্ধ এবং ২৪ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানান।
নীলফামারী:
জেলা শহরের চৌরঙ্গি মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অংশ নেয় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) নীলফামারীর নেতা কর্মীরা।
মিছিলটি জেলা শহরের বড় বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে অংশ নেন।
গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ ও সদস্য আখতারুজ্জামান, গণঅধিকার পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এ কে উদার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক, জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদমান শাকিল বক্তব্য দেন।
বক্তারা নুরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের নেতার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে।’ ভিপি নুর একদিনে তৈরি হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের অন্যতম কারিগর ছিলেন ভিপি নুর।’ এ ছাড়া ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ এবং গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেফতারের দাবি করেন তিনি।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জে ভিপি নুরের উপর অতর্কিত হামলার প্রতিবাদে ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্র গণপরিষদের সভাপতি উদার।
লালমনিরহাট:
জেলা শহরের মিশন মোড়ে গণঅধিকার পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে মিলিত হয় গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে, জেলা শহরের কালেক্ট্রোরে মাঠ হইতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি নাইমুল ইসলাম নাঈম এর নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিশনমোড় গোল চত্ত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি নাইমুল ইসলাম নাঈম, ছাত্র অধিকার পরিষদ নেতা ফাইজুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সম্পাদক হামিদুল ইসলাম, ও কোন অধিকার পরিষদ লালমনিহাট জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক মো. রবিউল ইসলাম রবিন প্রমূখ।
বক্তারা বলেন, ভিপি নুরের উপর এ হামলা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত। সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব নয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের আন্দোলন কোনো হামলা বা দমন-পীড়নে থামানো যাবে না।
প্রতিবাদ সভায় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে আরও বলেন, দেশে ভিন্নমত দমনের জন্য ধারাবাহিকভাবে নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। নুরুল হক নুরের উপর হামলা সেই চক্রান্তেরই অংশ। তারা হামলাকারীদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সভা শেষে ভিপি নুরের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং প্রশাসনের প্রতি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের আহ্বান জানানো হয়।
পাবনা:
পাবনা জুলাই যোদ্ধা ঐক্য পরিষদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি সরকারি এডওয়ার্ড কলেজের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ চত্ত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা। সভায় বক্তব্য দেন জেলা গণ আধিকার পরিষদের সাবেক সভাপতি জাহাঙ্গীর ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শেখ নুর উদ্দিন,সাব্বির হোসেন, মুনজিল হক।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির সমর্থনেরা একজন জুলাই যোদ্ধার উপর হামলা চালিয়েছে এর তীব্র নিন্দা জানাই। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিও করেন। তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা ।
শরীয়তপুর:
শরীয়তপুরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. শাহজালাল সাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন প্রমূখ। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, রাজধানীর বিজয়নগরে হামলার ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে৷ স্বৈরাচারের সহযোগী দলটির নেতাকর্মীদেরও গ্রেফতার করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ:
শহরের শান্তি মোড়ে জুলাই বিপ্লবী ছাত্র-জনতা চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা বলেন, ন্যায়ের আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। জনতার শক্তির কাছে কোনো স্বৈরাচারী শক্তিই টিকতে পারবে না।
এ সময় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আলামিন, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি রাতুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন মোজাহিদ, জুলাই আন্দোলনের নেতা আল বাশরী সোহান, তনয় আহমেদ, মাহিন খান, সাব্বির হোসেন, তানভির হাসান প্রমুখ।
কুষ্টিয়া
বিকেলে কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মিছিলটি নিয়ে শহরের মজমপুরে গিয়ে শেষ হয়। এ সময় দলটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
এ সময় বিক্ষোভে অংশ নিয়ে নেতারা বলেন, ‘হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুততার সঙ্গে কার্যকর করতে হবে।’ তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদসহ দলটির বিভিন্ন পযার্য়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়াও এনসিপি, আপ বাংলাদেশ সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেয়।
ফরিদপুর
ফরিদপুরে বিকেলে দেড় ঘণ্টা ব্যাপী ভাঙ্গা-মাওয়া-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখেন থানা ও জেলা গণঅধিকার পরিষদ।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেন মিয়ার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা কমিটির সহ-সভাপতি রুবেল শেখ, অর্থ সম্পাদক ফিরোজ শেখ, সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ, উপ দফতর সম্পাদক সুমন ইসলাম নিরব, সদরপুর উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান তুষার, নগরকান্দা উপজেলার সদস্য সচিব নাহিদ হাসান, সালথা উপজেলার সাধারণ সম্পাদক আবুল কাসেমসহ কয়েকশত নেতাকর্মী।