ঢাকা: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করে বলেছেন, গতকালের ঘটনার জের ধরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলবল নিয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এরপর হামলাকারীরা কার্যালয়ের সামনে ও ভেতরে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত। পরিস্থিতি শান্ত হলে তারা নুরকে দেখতে হাসপাতালে যাবেন। পাশাপাশি, পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নুরের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।’
মহাসচিব আরও বলেন, ‘জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকারের কোনো সংঘর্ষ হয়নি। বরং উত্তপ্ত পরিস্থিতিতে গণঅধিকারের নেতাকর্মীরা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের রক্ষা করেছে বলেও তিনি উল্লেখ করেন।’
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেছেন, ‘হঠাৎ করে কিছু লোকজন এসে জাতীয় পার্টির সামনে শুকনো কিছুতে আগুন ধরিয়ে দেয়। কার্যালয়ে কেউ কেউ হামলাও চালিয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে গেলে সবাই পালিয়ে যায়। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে। তাদের রমনা থানায় নেওয়া হয়েছে।’
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। নুরুল হককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।