চট্টগ্রাম ব্যুরো : আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে নুরুল হক নুরের মতো আরও হামলার আশঙ্কা করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর চর চাক্তাই এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মেয়র একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘নুরের ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছি। ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে এমন হামলা আরও হতে পারে। ষড়যন্ত্রের বিষয়ে আমাদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।’
‘অতিথি পাখিদের’ দলে জায়গা না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা শাহাদাত বলেন, ‘অতিথি পাখিরা সুসময়ে আসবে, আবার দুঃসময়ে উড়াল দেবে। কিন্তু ত্যাগী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালাবে না, কর্মীদেরও ছেড়ে যাবে না। গত ১৬ বছরে আমার কোনো কর্মী চরিত্র হারায়নি। অন্যায়-অত্যাচারের পরও আওয়ামী লীগে যোগ দেয়নি। কিছু আওয়ামী লীগের লোকজন এখনো ঘোরাফেরা করছে, অতিথি পাখিরা তাদের টোপ দেওয়ার চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে।’
দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নবাব খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাঈনুদ্দীন পারভেজের পরিচালনায় দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, নগর আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু ও সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী বক্তব্য দেন।