Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ০০:০৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১০:৪২

বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম

নোয়াখালী: বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অবাধ, সুষ্ঠু, এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য অবিলম্বে প্রশাসনের মধ্যে যে ফ্যাসিবাদীরা অবস্থান করছে, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যায়কে যারা সমর্থন দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে চায়, তাদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে সেনবাগের সেবারহাট বাজারে শহিদ নিজাম উদ্দিনের ২৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আপনারা হয়তো নুরকে নিরীহ মনে করে পরীক্ষা করছেন। এরপর আপনারা বড়দের দিকে আসবেন। তবে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা আমাদের ওপর গুলি চালিয়েছেন, গুম করেছেন, খুন করেছেন এবং রিমান্ডে নিয়ে অত্যাচার করেছেন, তাদের পুলিশ, প্রশাসন, বা র‍্যাবের মধ্যে রাখা যাবে না। বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হতে হয়, তাহলে এই ফ্যাসিবাদীদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করার কারণে প্রিয় ভাই নুরের ওপর যে নির্যাতন হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।’

এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন- নোয়াখালী জেলা উত্তর জামায়াতে ইসলামীর সভাপতি মো. দাউদ ইসলাম। সেনবাগ দক্ষিণ আদর্শ থানা শাখার সভাপতি মো. ফয়জুল ইসলাম দিদারের সঞ্চালনায় বক্তব্য দেন নোয়াখালী জেলার নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদ, সেনবাগ উপজেলা জামায়াতের আমির ইয়াসিন করিম ও নায়েবে আমির আব্দুল মালেকসহ প্রমুখ।

সারাবাংলা/এসআর

জাতীয় পার্টি জামায়াত নোয়াখালী

বিজ্ঞাপন

ঢাকার বাতাস ফের দূষিত
৩১ আগস্ট ২০২৫ ১১:১২

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৩১ আগস্ট ২০২৫ ১০:৪১

আরো

সম্পর্কিত খবর