Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রী নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২০:১০ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০

হাসপাতালে তানজিবা সাইফুল তিশমার পরিবারের লোকজনের আহাজারি। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বাস থেকে নামার পর ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিবা সাইফুল তিশমা (২২) নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে। বাসা নগরীর মুরাদপুর এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থেকে নামতে গিয়ে সড়কে পড়ে যান তিশমা। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সারাবাংলাকে জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিশমার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার বাবা সাইফুল ইসলামসহ স্বজনরা। এ সময় তারা আহাজারি করছিলেন।

মাহমুদুল হাসান নামে তাদের এক স্বজন সারাবাংলাকে জানান, তিশমা তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইংলিশ প্যাক নামে একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

অটোরিকশা কলেজছাত্রী টপ নিউজ প্রাণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর