Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ স্বৈরাচারমুক্ত হলেও শঙ্কমুক্ত হয়নি: আজিজুল বারী হেলাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২১:৪৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৮

জনসভায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল

খুলনা: বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হলেও শঙ্কমুক্ত হতে হয়নি। দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য নানা অপচেষ্টা চলছে। আগামী নির্বাচনে এসব ষড়যন্ত্রকারীকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর মাঠে রূপসা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সংসদ নির্বাচন পিছিয়ে গেলে ২৪ এর গণঅভ্যুত্থান ব্যাহত হবে। সেই সুযোগে স্বৈরাচারী ও পলাতক শক্তিরা দেশে ফিরে পুনরায় নৈরাজ্য চালাবে।’

তিনি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে হানাহানি ও ভেদাভেদ ভুলে সম্প্রীতি গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

আজিজুল বারী হেলাল বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে রূপসা, তেরোখাদা ও দিঘলিয়ায় পৃথক স্টেডিয়াম গড়ে তোলা হবে এবং শিক্ষা ক্ষেত্রে এই তিনটি উপজেলায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।’

সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল।

রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় সভায় বক্তব্য দেন- জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ শেখ, যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা ও সাধারণ সম্পাদক সেতারা বেগম।

সারাবাংলা/এসআর

আজিজুল বারী হেলাল খুলনা বিএনপি রূপসা উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর