ঢাকা: চীন সফর শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব সারজিস আলম।
রোববার (৩১ আগস্ট) রাতে তারা ঢাকা মেডিকেলে পৌঁছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীতে এক কর্মসূচি থেকে ফেরার পথে নুরুল হক নুরের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।