Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুর ও চবির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় জবি শিক্ষক সমিতির উদ্বেগ

জবি করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ০১:০২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৫

ঢাকা: গত দুইদিনে গণ অধিকার সভাপতি নুরুল হক নুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর বর্বরোচিত হামলা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো. রইছ উদদীন ।

রোববার (৩১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, ‘এ ধরনের হামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে একদিকে জুলাই যোদ্ধাদের জীবন যেমন বিপন্ন হবে তেমনি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের ক্ষেত্র তৈরি হবে।’

বিজ্ঞাপন

এছাড়াও বিবৃতিতে অবিলম্বে তারা সরকারকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং জুলাই গণঅভ্যুত্থানের সহায়ক শক্তির মধ্যে যেকোনো মূল্যে ঐক্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর