Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫ ১২:১০

আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ

এশিয়া কাপের আগে এটাই তাদের শেষ সিরিজ। বড় ওই টুর্নামেন্টের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয়ে ১-০ তে এগিয়ে আছে লিটন দাসের দল। আজ একই মাঠে মুখোমুখি দুই দল। বাংলাদেশ কি পারবে টানা দুই জয়ে সিরিজ বাগিয়ে নিতে?

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গত ৩০ আগস্ট প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-নেদারল্যান্ডস। তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে অল্প রানেই গুটিয়ে যায় ডাচরা। এরপর লিটন-সাইফের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ।

আজ একই স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে জয় পেলেও আজ দলে আসতে পারে পরিবর্তন।

বিজ্ঞাপন

আজ দলে ঢুকতে পারেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। সোহানকে জায়গা করে দিতে দলের বাইরে থাকতে পারেন তাওহিদ হৃদয়। বোলিং ইউনিটেও আসতে পারে পরিবর্তন। পেসার তানজিম সাকিবের জায়গায় একাদশে ঢুকতে পারেন স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশের মতো নেদারল্যান্ডস একাদশেও আসতে পারে পরিবর্তন। সিরিজে ফিরতে মরিয়া ডাচরা ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আনতে পারে নতুন মুখ।

বাংলাদেশ কি পারবে আজকের ম্যাচেও দাপটের সঙ্গে জয় ছিনিয়ে এনে সিরিজ নিজেদের করে নিতে? নাকি ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাবে ডাচরা?

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর