Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালুখালীতে জামায়াতে ইসলামীর কার্যালয়সহ ৪ দোকানে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৫

আগুনে পুড়ে যাওয়া দোকান।

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সহ চারটি দোকান পুড়ে গেছে।

রোববার দিবাগত রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে বাজার থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে আশপাশের লোকজন ছুটে আসে। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নিয়ন্ত্রনের আগেই চারটি দোকান ও জামায়াতের কালিকাপুর ইউনিয়ন কার্যালয় পুড়ে যায়। পাশাপাশি তালাবদ্ধ একটি রাইস মিলে থাকা মালামালও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

রাইস মিল ব্যবসায়ী উজ্জ্বল শেখ বলেন, আমার রাইস মিলের দুটি মোটর, মিলের ভেতর থাকা গম, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও দোকানের নানা মালামাল আগুনে পুড়ে গেছে। এতে আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আ. রব বলেন, অগ্নিকাণ্ডে আমাদের ইউনিয়নের দলীয় কার্যালয় পুড়ে গেছে। আমাদের প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।

কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের সদস্যরা ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

সারাবাংলা/এনজে

অগ্নিকাণ্ড কার্যালয় জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর