রংপুর: কোনো ষড়যন্ত্রের মাধ্যমে পানি ঘোলা করে নির্বাচন বানচাল করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে রংপুর নগরীর দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা ও মহানগর কমিটি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
বিএনপি’র এই নেতা বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন ঝুঁড়ি থেকে এই দেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন। ঠিক সেই পথ ধরেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতে কাজ করছে বিএনপি।’
তিনি বলেন, ‘বিএনপি গঠিত হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। বিএনপির সংগ্রাম গণতন্ত্রের জন্য। বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গেছে, অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এ জন্য বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। ভবিষ্যতেও ভাঙতে পারবে না ‘
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন-নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।